চেক-ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থী: হাইকোর্ট
চেক ডিজঅনার সংক্রান্ত ৫টি মামলা নিষ্পত্তি করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন, এই মামলায় (এনআই অ্যাক্ট) কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো সংবিধান পরিপন্থী।
আদালত বলেছেন, এটি বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
রোববার (২৮ আগস্ট) এ পর্যবেক্ষণ দেন, বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ।
মামলা নিষ্পত্তির রায়ে বিচারক বলেছেন, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই অ্যাক্ট) আইনের চেক-ডিজঅনার সংক্রান্ত মামলায় কাউকে জেলে বন্দি রাখা, তার ব্যক্তিগত স্বাধীনতা হরনেরই নামান্তর।
এ আইনের ১৩৮ ধারা সংশোধন করে চেক-ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করতে জাতীয় সংসদকে পরামর্শও দেন হাইকোর্ট।
ধারাটি সংশোধন হওয়া পর্যন্ত চেক-ডিজঅনারের মামলা নিষ্পত্তির জন্য একটি গাইডলাইনও দেয়া হয়।
সিঙ্গাপুর, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দিয়ে আদালত বলেছেন, এসব দেশে চেক-ডিজঅনার মামলায় কাউকে কারাগারে পাঠানোর বিধান নেই। সেখানে এই মামলাকে দেওয়ানী মামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে বাংলাদেশে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে ১৯৯৪ সালে প্যানাল কোড সংযোজনের মাধ্যমে এটিকে আধা-ফৌজদারি হিসেবে পরিণত করা হয়েছে।
আইনটির ১৩৮ ধারা সংশোধন করা প্রয়োজন বলে মন্তব্য করেন আদালত।