পিকে হালদারের ২ নারী সহযোগী আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2022, 10:25 am
Last modified: 24 August, 2022, 10:29 am
পিকে হালদারের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে।

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের দুই নারী সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে।

আটককৃত দুই নারী সহযোগীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

বুধবার সকালে জারি করা একটি সরকারি বিবৃতি থেকে জানা গেছে, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তারা।

এ বিষয়ে আজ র‌্যাবের প্রেস ব্রিফিং করা হবে।

১১ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে আসা পিকে হালদারকে ১৪ মে কলকাতায় গ্রেপ্তার করা হয়। সাথে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

দুদকের মতে, তিনি আইএলএফএসএল থেকে প্রায় ৩৫০০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্স থেকে ২২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২৫০০ কোটি টাকা এবং পিপলস লিজিং থেকে ৩০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

ভারতের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মতে, পিকে হালদার ভুয়া পরিচয় ব্যবহার করে ভারতে বসবাস করছিলেন।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.