ওয়াসার পানির দাম বৃদ্ধি কেন অবৈধ নয়: হাইকোর্ট
বিধি প্রণয়ন না করে ওয়াসার পানির মূল্য বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সেইসঙ্গে ঢাকা ওয়াসার কর্মকর্তাদের কোনো প্রকার প্রণোদনা দেওয়ার উপর ছয় মাসের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ রুল জারি করেন।
এর আগে ওয়াসা কর্তৃক পানির দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এর আগে জুলাই মাসে ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় ওয়াসা, আগামী সেপ্টেম্বর মাস থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছিল।
বর্তমানে আবাসিক সংযোগে পানির দাম প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এ দাম ৪২ টাকা।
৫ শতাংশ বাড়লে এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।