তহসিলদার ও ইউপি সচিবরা সবচেয়ে বেশি ক্ষমতাধর ও দুর্নীতিগ্রস্ত: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2022, 08:20 pm
Last modified: 13 August, 2022, 08:24 pm

তহসিলদার ও ইউপি সচিবরা সবচেয়ে বেশি ক্ষমতাধর ও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

আজ শনিবার (১৩ আগস্ট) রাজধানীতে এক সম্মেলনে তিনি বলেন, "এসব জায়গায় কঠোর নজরদারি বাড়াতে হবে।"

ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের ক্ষমতার জন্য প্রান্তিক মানুষ সেবা পায় না বলে মন্তব্য করেন তিনি। 

তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা, তহসিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

'গ্রাম ও শহরের মানুষের চাওয়া-পাওয়া এক নয়। গ্রামের মানুষ নানা ভাতার কার্ড, পানি, স্যানিটেশন, সেতু ও সড়ক চায়। কেবল শোভন কর্মসংস্থান দিয়েই উন্নয়ন হবে না। দেশের ভোটাররা স্থিতিশীল পরিবেশ ও কর্মসংস্থান চায়। বর্তমান সরকার তা-ই করছে', বলেন তিনি। 

এ এসংকট মোকাবিলার জন্য সবাইকে ব্যয় সংকোচন করে ও মিতব্যয়ী হয়ে চলার আহ্বান জানান তিনি। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.