বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে এ বছরই তদন্ত কমিশন: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2022, 05:55 pm
Last modified: 13 August, 2022, 05:58 pm

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে এ বছরই তদন্ত কমিশন গঠন করা হতে পারে। 

আজ (১৩ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি। 

তিনি জানান, ইতোমধ্যে কমিশনের রূপরেখা তৈরি হয়েছে। 

"আশা করি এ বছরের মধ্যেই কমিশনটি চালু হবে"। 

আনিসুল হক জানান, কমিশনের রূপরেখা প্রথমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদন আসবে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.