জ্বালানি তেলের দাম বৃদ্ধি: সকাল থেকে চট্টগ্রামে বাস চলাচল বন্ধ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
শুক্রবার মধ্যরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।
তিনি বলেন, "শনিবার সকাল থেকে আমরা বাস চালাব না। ভাড়া পুননির্ধারণের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে।"
শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার।
এক লিটার ডিজেল বিক্রি হবে ১১৪ টাকায়। কেরোসিন, অকটেন ও পেট্রোল প্রতি লিটার ১১৪ টাকা, ১৩৫ টাকা ও ১৩০ টাকায় বিক্রি হবে।