স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বুধবার ভালো মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার কথা বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকা, যা আগে ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। এতদিন যা ছিল ৭৭ হাজার ৫৬৬ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯৩৩ টাকা, যা এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।