নড়াইলের শিক্ষক স্বপনকে বরণ করে ফেরানো হল কলেজে

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
03 August, 2022, 04:45 pm
Last modified: 03 August, 2022, 05:08 pm
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে কলেজে নেওয়া হয়েছে।

নড়াইলে হেনস্তার শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে ফিরেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে কলেজে নেওয়া হয়েছে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, পরিচালনা পর্ষদের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল এবং নড়াইল জেলা আওয়ামী লীগের নেতারাসহ এলাকাবাসী মিলে তাকে কর্মস্থল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে নিয়ে যান।

ফেসবুকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে এক হিন্দু শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়েছেন- এমন অভিযোগ তুলে কলেজে গত ১৮ জুন পুলিশের সামনেই শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করা হয়।

গুজব ছড়িয়ে দেয়া হয় ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন স্বপন কুমার। মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে এ নিয়ে দিনভর চলে উত্তেজনা।

এরপর পুলিশ পাহারায় স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি।

শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে।

মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ।

অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর পর বন্ধ কলেজ গত ২৪ জুলাই খুলেছে। দীর্ঘ ১মাস ৫দিন পর কলেজ খোলা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা ওই দিন কলেজ খোলার ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন চৌধুরী কলেজে গিয়ে শিক্ষক-কর্মচারীদের ডেকে নেন। এরপর শিক্ষক-কর্মচারীদের নিয়মিত কলেজে আসতে অনুরোধ জানান।

কিছুদিন দ্বাদশ শ্রেণির শ্রেণিপাঠ কার্যক্রম চলানোর পর প্রথম বর্ষের ক্লাস চালু করা হয়। তবে অধিকাংশ শিক্ষকের চোখেমুখে আতঙ্কের ছাপ রয়েছে। মোটরসাইকেল নিয়ে আসতেও ভয় পাচ্ছেন শিক্ষকরা।

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী বলেন, 'গত ১৩ জুলাই বিকেলে কলেজের পরিচালনা পর্ষদের সভায় ২০ জুলাই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে জেলা প্রশাসনের নির্দেশ সে সিদ্ধান্ত বাতিল হয়। পরে রোববার (২৪ জুলাই) কলেজ খোলা হয়েছে। নানা প্রতিবন্ধকতার পর আমরা অধ্যক্ষকে কলেজে ফেরাতে পেরেছি।'

কলেজে হামলা ও শিক্ষক হেনস্তার ঘটনায় ২৭ জুন নড়াইল সদর থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক ও মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ শেখ মোরছালিন।

এ মামলায় অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করা হয়। মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, 'এলাকায় এবং কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বাড়িতেও সার্বক্ষণিক মোতায়েন আছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অপরাধীদের ভিডিও ফুটেজ আছে। যাচাই বাছাই করেই আসামি গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরীহ কাউকে হয়রানি করা হবে না।'

 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.