রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
আজ (২৫ জুন) থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা।
সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে ১০টায় শেষ হয়। আজ চারটি গ্রুপে সি ইউনিটের পরীক্ষা হবে।
এ বছর ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ ৪ হাজার ৬৪১ টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। অর্থাৎ এক আসনের বিপরীতে ৩৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তির জন্য ৬৭ হাজার ২৩৭ জন, বি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটের বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগে ভর্তির জন্য ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।
প্রতিটি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কয়েকটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। আগামি ২৬ জুলাই এ ইউনিট ও ২৭ জুলাই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বছর ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীসহ প্রায় ৪ লাখ মানুষের সমাগম হবে রাজশাহীতে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান উপাচার্য।