‘ডিসেম্বরে দেশের শতভাগ মানুষ বিদ্যুতে আলোকিত হবে’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 February, 2020, 06:10 pm
Last modified: 15 February, 2020, 06:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সরকারি ও বেসরকারি প্ল্যান্ট পরির্দশন শেষে এ কথা বলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে তারা প্রস্তুত রয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সরকারি-বেসরকারি প্ল্যান্টগুলো পরির্দশন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের সবগুলো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রী সময় দিলে কিছুদিনের মধ্যে বাকি উপজেলাগুলোতে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে পারব।”

বিদ্যুৎ সচিব আরও বলেন, “দেশের ৯৬ ভাগ মানুষের কাছে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শতভাগ মানুষকে আমরা বিদ্যুতের আওতায় আনব। কয়েকদিন আগে সাতটি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।”

দেশে বিদ্যুতের যে চাহিদা, তার পুরোটাই সরকার উৎপাদন করতে সক্ষম বলে জানান তিনি।

“মানুষকে আমরা বিদ্যুৎ দিয়ে আলোকিত করব। সেজন্য যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, আমরা তার পুরোটাই উৎপাদন করতে পারছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করে বিতরণ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া। আমাদের যেহেতু কিছু পুরনো জিনিস আছে সেগুলোর জন্য আমাদের উৎপাদন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। সেটার সমাধানে জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি সবাইকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারব।”

এ সময় বিদ্যুৎ সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম.এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) এ.কে.এম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.