‘ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল।
তাঁকে পর্যবেক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
এর আগে সকালে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন।
সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে যান।
সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ বেলা ১১টার দিকে হাসপাতালে সাংবাদিকদের সামনে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’