৩০ জুন পর্যন্ত গাজীপুরে থামবে না আন্তঃনগর ট্রেন, অভ্যন্তরীণ ট্রেন সার্ভিস বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2021, 02:45 pm
Last modified: 22 June, 2021, 02:57 pm
এ সময়কালে গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউনের অন্তর্ভুক্ত থাকা পর্যন্ত বাতিল থাকবে আন্তঃনগর ট্রেনগুলো এখানে থামবে না।

আজ রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচলকারী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলাসমূহে লকডাউন ঘোষণা করায় উল্লেখিত সময়কাল পর্যন্ত গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

'এছাড়া খুলনাগামী চলাচলকারী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে' বলে জানানো হয়।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.