২০১৭-১৮ অর্থবছরে সুন্দরবনে ঘুরতে গেছেন দুই লক্ষাধিক পর্যটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2021, 05:50 pm
Last modified: 27 September, 2021, 05:48 pm
এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় এক কোটি ৯৭ লাখ টাকা। 

সুন্দরবনে ২০১৭-১৮ অর্থ বছরে দেশি-বিদেশি মিলিয়ে দুই লাখ ২২ হাজার ১৭ জন পর্যটক ভ্রমণ করেছেন। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় এক কোটি ৯৭ লাখ টাকা। 

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

সভায় জানানো হয়, করোনাকালে বিশ্ব পর্যটন ৯৫ শতাংশ হ্রাস পেয়েছিল। এতে ২০২১ সালের শেষ নাগাদ বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে চার বিলিয়ন মার্কিন ডলার। 

বিশ্বের বিভিন্ন দেশ পর্যটনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। পর্যটন খাত থেকে যুক্তরাষ্ট্র বছরে ২১১ মিলিয়ন ডলার ও ভারত বছরে ২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। হংকং, ব্যাংকক, ম্যাকাও ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর জাতীয় আয়ের ৫ থেকে ৯ শতাংশ আসে পর্যটন খাত থেকে। 

'অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন' স্লোগানে এবার খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, পর্যটন মানুষকে ইতিহাস-ঐতিহ্যের বিষয়ে সচেতন করে। 

তিনি বলেন, পাশাপাশি অর্থনীতিতে পর্যটন বিশেষ অবদান রাখতে পারে। খুলনা জেলার পর্যটনের আকর্ষণ বৃদ্ধি করতে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটনের জন্য কার্যকর পরিকল্পনা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.