হেফাজতের আরেক শীর্ষ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আহমাদ আবদুল কাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।
ডিএমপির গোয়েন্দা বাহিনীর (ডিবি) সদস্যরা রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে শনিবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আহমাদ আবদুল কাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।
ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (তেজগাঁও বিভাগ) পুলিশ অভিযান চালিয়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে।
আবদুল কাদের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। সম্প্রতি পল্টন থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তার নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।