হতদরিদ্রের চাল নিয়ে চালবাজি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
03 April, 2020, 02:00 pm
Last modified: 03 April, 2020, 02:54 pm
ময়মনসিংহের ত্রিশালে এক ডিলারের গুদাম থেকে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব’ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, নওগাঁর রাণীনগরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল এবং ২০০ পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে এক ডিলারের গুদাম থেকে 'হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব' কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ডিলার আবদুুল খালেক তার দোকান থেকে গোপনে ওই চাল চুরি করে গুদামজাত করে রেখেছিল বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ময়মনসিংহ প্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত সূত্রে নিশ্চিত হয়েছেন। চালগুলো ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের কাছে বিক্রি করার কথা ছিল আবদুল খালেকের। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বইলর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বইলর ইউনিয়নে ওই ডিলার তার দোকানে চাল নিতে আসা হতদরিদ্রদের জানান, বিতরণের জন্য দুই বস্তা ছাড়া আর কোনো চাল নেই। হতদরিদ্রদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরই এ অভিযান চালানো হয়। এ সময় ডিলারের দোকান থেকে থেকে গোপন করে রাখা ৩০ কেজি ওজনের ১৬টি চালের বস্তা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, অভিযানের সময় ডিলার আবদুল খালেককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে তার ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা ত্রাণের চাল উদ্ধার

নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল এবং ২০০ পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব উদ্ধার করা হয়েছে। 

আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। 

ইউএনও আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ টন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের ২০০পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

ইউএনও বলেন, চাল গুলি উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.