স্বার্থান্বেষী মহল দেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
24 October, 2021, 02:05 pm
Last modified: 24 October, 2021, 02:04 pm
‘এই অংশের মানুষ কখনোই দেশের উন্নয়ন দেখে না। তার পরিবর্তে তারা ধ্বংস চায়। এটাই বাস্তবতা, দেশের জনগণকে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে,’ বলেন প্রধানমন্ত্রী।

বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। কিছু ঘটনা ঘটছে... দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং আপনারা সকলেই তা অবগত আছেন।'

রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পায়রা নদীর ওপর পায়রা সেতু এবং ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, 'একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা যে উন্নয়নই করি না কেন, এক শ্রেণির লোক রয়েছে যারা দেশকে হেয় করতে ব্যস্ত।'

শেখ হাসিনা বলেন, 'তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, দেশে যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় তখনই তাদের দাবি ওঠে।'

'এই অংশের মানুষ কখনোই দেশের উন্নয়ন দেখে না। তার পরিবর্তে তারা ধ্বংস চায়। এটাই বাস্তবতা, দেশের জনগণকে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে,' বলেন প্রধানমন্ত্রী।

২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে কেউ আজকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সবাই এখন বাংলাদেশকে সম্মান করে। বাংলাদেশ সারা বিশ্ব থেকে সম্মান অর্জন করেছে।'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের দুর্বিষহ দিনগুলোর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যারা ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

কোভিড-১৯ মহামারি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

তিনি বলেন, 'আমরা টিকা দিচ্ছি... কেউ বাদ যাবে না কারণ আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে সবাই নিরাপদ থাকতে পারে।'

শেখ হাসিনা আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সরকার ধীরে ধীরে স্কুল-কলেজ খুলে দিচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে এগিয়ে নিতে ভিশন ২০২১, ভিশন ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রণালয়ের সচিব এম নজরুল ইসলাম বক্তব্য দেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.