সিটি স্ক্যানের জন্য হাসপাতালে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে নেয়া হয়েছে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হবে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
হাসপাতালে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সব সদস্যরা গেছেন । এই দলে রয়েছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলজিস্ট অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত সাত দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত।
বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খুব দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হবে। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টা নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে।