শ্বাসকষ্ট, সর্দি-কাশি নিয়ে সিলেটে কিশোরীর মৃত্যু

সিলেটের সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট ও সর্দি-কাশি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির এক ঘণ্টার মধ্যে সে মারা যায়। গত ১৫ দিন ধরে সে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিল।
সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, নিহতের বিভিন্ন নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। তাই তাদের তথ্যের ওপর ভিত্তি করে ওই কিশোরীর করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে না। তাকে সাধারণ নিয়মে দাফন করা হবে।