রাজশাহীতে ওমএমএসের ৬৭ বস্তা চালসহ আ. লীগ নেতা আটক

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
19 April, 2020, 03:35 pm
Last modified: 19 April, 2020, 03:59 pm
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার নাম আলাল উদ্দিন স্বপন। তার রিরুদ্ধে অভিযোগ- তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন। আবার চাল বিতরণের রেজিস্ট্রারেও করা হয়েছে জাল স্বাক্ষর।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থদের জন্য সরকারের বরাদ্দ করা ১০ টাকা কেজির চালসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া গ্রামে ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৬৭ বস্তা চালসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলার।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার নাম আলাল উদ্দিন স্বপন। তিনি গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার এ অভিযান চালান। এ সময় তার সঙ্গে গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকার উপস্থিত ছিলেন।

ইউএনও নাজমুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলাল উদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। রেজিস্ট্রারে তিনি দেখিয়েছেন মাথাপিঁছু পাঁচ কেজি করে ৪৯২ জনকে ১০ টাকা দরের চাল দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বপনের রিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়- তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন। আবার রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষরই নেই।

এ সব অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ঘরে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় পাওয়া গেছে ৫০ কেজি চাল। সরকারি বস্তা থেকে বের করে চালগুলো সাধারণ বস্তায় ভরে রাখা হয়েছিল। বাড়িতে এত চাল পাওয়ার পর আওয়ামী লীগ নেতা স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউএনও জানান, চালগুলো গুদামে থাকার কথা। গুদামের সামনে থাকার কথা সাইনবোর্ড। কিন্তু কিছুই নেই। চাল ছিল বাড়িতে। তার বাড়িতে প্রায় শতাধিক ব্যক্তির কার্ডও পাওয়া গেছে, যেগুলো বিতরণের কথা ছিল। আলাল উদ্দিন স্বপনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার বাদী হবেন বলে জানান তিনি।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.