রাজধানী ছাড়া মানুষদের লকডাউনের পর ঢাকায় ফেরার অনুরোধ ঢাদসিক মেয়রের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2021, 11:25 am
Last modified: 14 May, 2021, 11:30 am
শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান তিনি। 

ঢাকা হতে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদেরকে লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

শুক্রবার (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান তিনি। 

ঢাদসিক মেয়র বলেন, 'নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা'র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন, যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।'

ব্যারিস্টার শেখ তাপস সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।'

ঢাদসিক মেয়র আরও বলেন, আমরা করোনা মহামারির মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।  

এ সময় ঢাদসিক মেয়রের সঙ্গে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ.বি.এম. আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাদসিক সচিব আকরামুজ্জামান, ঢাদসিক মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.