রাঙামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বিনামূল্যের বাজার’

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি
15 May, 2020, 03:10 pm
Last modified: 15 May, 2020, 03:28 pm
বাজারে বিনামূল্যে চাল, ডাল, আলুসহ নয় প্রকার সবজি দেওয়া হয় হচ্ছে।

প্রতিবন্ধী অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য 'এক মিনিটের বাজার' চালু করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।

শুক্রবার সকালে রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এ বাজারের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।

এ সময় রাঙামাটি সেনা সদর জোন কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলামসহ রিজিয়ন ও সেনা জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজারে বিনামূল্যে চাল, ডাল, আলুসহ নয় প্রকার সবজি দেওয়া হয় হচ্ছে। 

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, রাঙামাটি ছাড়াও কাপ্তাই ও নানিয়াচর উপজেলায় এ বাজার চালু করা হবে। করোনা দুর্যোগে প্রতিবন্ধী অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটানোর পাশাপাশি প্রান্তিক কৃষকদের উৎপাদিত সবজি কিনে তাদেরও মুখেও হাসি ফুটানোর প্রয়াসই এ বাজারের উদ্দেশ্য।

সেনাবাহিনী নির্ধারিত সময় দিয়ে এ বাজার বসাবে। তালিকাভুক্ত ব্যক্তিরা টোকেন দেখিয়ে সেনাবাহিনীর সরবরাহ করা বাজার সেখান থেকে সংগ্রহ করবে।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.