রমজান উপলক্ষে ভোজ্যতেলের অগ্রিম কর কমালো এনবিআর
প্রতিবছর রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষত ভোজ্যতেলের দাম বেড়ে যায়।
আসন্ন রমজান মাস উপলক্ষে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রামজান মাস জুড়ে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে অগ্রিম কর কমানো হিয়েছে বলে জানানো হয় অর্থ মন্ত্রণালয়য়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে।
প্রতিবছর রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষত ভোজ্যতেলের দাম বেড়ে যায়, বিপাকে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।