ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোচালকসহ নিহত ৫
ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- ত্রিশালের বাবুপুরের হাজি মো. কালিমুদ্দিন (৮৫) ও বীর রামপুর ভাটিপাড়ার অটোচালক আব্দুস সাত্তার (৪০), বাঘাদাড়িয়ার মিনা আক্তার (৪৫), চকরামপুরের সোহরাব উদ্দিন (৫০) ও বাগান এলাকার সালাম নবী (৩৫)।
ঘটনাস্থলেই কালিমুদ্দিন ও অটোচালক সাত্তার মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনা, সোহরাব উদ্দিন ও সালাম নবী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, অটোরিকশাটি ত্রিশাল থেকে যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।