মাদক মামলায় ৪ দিনের রিমান্ডে পরীমনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2021, 09:10 pm
Last modified: 05 August, 2021, 10:11 pm
পরীমনি ছাড়াও ওই মামলার আরেক আসামী আশরাফুল ইসলাম ওরফে দীপুকেও চার দিনে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। তখন বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরীমনি ছাড়াও ওই মামলার আরেক আসামী আশরাফুল ইসলাম ওরফে দীপুকেও চার দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

পরীমনি ছাড়াও ওই মামলার আরেক আসামী আশরাফুল ইসলাম ওরফে দীপুকেও চার দিনে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

রাত ৯টার দিকে বনানী থানার ওসি নুরে আজম মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পরীমনিকে আদালত থেকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে।

বুধবার রাতে বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটকের পর র‍্যাব হেডকোয়ার্টার্সে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়া হয় বনানী মডেল থানায়।

বিকেলে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইন, ২০১৮ এর  ৩৬(১) এর সারণি ২৪(খ)/ ৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫। 

বৃহস্পতিবার বিকেলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়িকা পরীমনি নিয়মিতই নিজের বনানীর বাসায় মদের পার্টি বসাতেন।

র‍্যাবের ভাষ্য, ওইসব ঘরোয়া পার্টিতে মদ ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করতেন গতকালের অভিযানে আটক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ ও তার সিন্ডিকেট। 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "গ্রেফতারকৃত শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি ২০১৬ সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত এ্যালকোহল সেবন করে থাকেন। মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষে বাসায় একটি মিনি বার স্থাপন করেছেন। মিনি বার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি অয়োজন পরিপূর্ণতা পেত বলে তিনি জানান। গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।"

র‍্যাব জানিয়েছে, পরীমনির বাসা থেকে বিদেশী ৭টি ব্র‍্যান্ডের ১৯ বোতল মদ, ৪ গ্রাম আইস, এক ব্লট এলএসডি ও ১টি বং পাইপ উদ্ধার করেছে তারা।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.