বিসিসিসিআই-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন টিবিএস’র সাংবাদিক আবুল কাশেম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2021, 04:40 pm
Last modified: 10 October, 2021, 05:15 pm

বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (বিসিসিসিআই-ইআরএফ) ২০২১ অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম।

বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে করা Can we grab the China bounty? শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে এ পুরস্কারটি জিতেছেন তিনি।

বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, শিক্ষা, হসপিটালিটি, সংস্কৃতি এবং পর্যটন ইত্যাদি ক্ষেত্রে সংবাদপত্র, টেলিভিশন এবং ওয়েবসাইটের রিপোর্ট এবং ফিচারের ওপর মোট দশটি পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ এবং চীনের মধ্যকার বর্ধনশীল বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক তুলে ধরার লক্ষ্যে গতবছর বিসিসিসিআই এবং ইআরএফ যৌথভাবে এ পুরস্কারটি চালু করে।

পুরস্কারের অর্থমূল্য হিসেবে প্রত্যেক বিজয়ী ৫০ হাজার টাকা এবং বিসিসিসিআই এর কাছ থেকে একটি সম্মাননা পেয়েছেন।

২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশিত প্রতিবেদনগুলোকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.