বিটিভিতে পুলিশ সপ্তাহের ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 January, 2020, 07:05 pm
Last modified: 03 January, 2020, 07:08 pm
৪ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠানটি

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অপরাধ দমন করে মানুষের জীবন, সম্মান ও সম্পদের  নিরাপত্তার বিধান করার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গণেও সমান ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ। বরাবরের ন্যায় পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে এবারো থাকছে পুলিশের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।”

সেখানে বলা হয়, ৪ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক পরিবেশিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ঢাকা, গোপালগঞ্জ, বান্দরবান, কক্সবাজার সমুদ্র সৈকত, সী গাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল ও মারমেইড বিচ রিসোর্টসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠানটির শুটিং হয়েছে।

“সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা ও ইকুইপমেন্ট ব্যবহার করে ধারণ করা এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) মহোদয়ের শুভেচ্ছা বক্তব্য, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উপর একটি সচিত্র প্রতিবেদন,নাট্যকার  মান্নান হীরার চিত্রনাট্যে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে নির্মিত একটি নাটিকা।”

প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ……’গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্তলে এই গানের শুটিং হয়। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা ও ইফতেখায়রুল ইসলাম পিপিএম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম, পিপিএম। সার্বিক সমন্বয়ে ছিলেন মোঃ মাসুদুর রহমান পিপিএম, ডিসি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, ডিএমপি এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওবায়দুর রহমান ও মোঃ আবু আশরাফ সিদ্দিক এবই  ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ। এস এ হক অলিক এর নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান। 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.