বাইরে থেকে পোশাক শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান বিকেএমইএ'র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2020, 10:30 am
Last modified: 28 April, 2020, 10:46 am
রোববার ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ১০৪টি ও সোমবার আরও ৫৪টি, মোট ১৫৮টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। করোনা পরিস্থিতি বুঝে ক্রমান্বয়ে আরও কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করবে। এছাড়া সংগঠনটির সদস্যভুক্ত গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আগামী ২ মে থেকে কাজ শুরু করবে। 

পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করলেও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার বাইরের শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছে নীটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

সোমবার সন্ধ্যায় সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ হাতেম একথা জানান। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কারখানা চালু করেছে বিকেএমইএ।

মোহাম্মদ হাতেম বলেন, রোববার ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ ১০৪টি ও সোমবার আরও ৫৪টি, মোট ১৫৮টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। করোনা পরিস্থিতি বুঝে ক্রমান্বয়ে আরও কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করবে। এছাড়া সংগঠনটির সদস্যভুক্ত গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আগামী ২ মে থেকে কাজ শুরু করবে বলে জানান তিনি। 

এ সময় তিনি বলেন, জীবন জীবিকার সন্ধানে আমাদের নামতে হবে। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে হবে। এমনই অবস্থার প্রেক্ষাপটে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে রোববার (২৬ এপ্রিল) থেকে নিটওয়্যার সেক্টরে নিটিং ডাইং এবং স্যাম্পল সেকশন খোলার পরামর্শ দেয়া হয়েছিল। ২ মে থেকে গার্মেন্টস সেক্টর পর্যায়ে ক্রমে খুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

তবে খুব জরুরী প্রয়োজনে গতকাল থেকে স্বল্প পরিসরে খোলা যাবে বলে পরামর্শ দেয়া হয়েছিল। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিকেএমইএ'র ১৩৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টি তাদের কার্যক্রম শুরু করেছে। সোমবার আরও ৫৪ টি কারখানা খুলেছে। তবে দূরদূরান্ত থেকে আসা শ্রমিক ভাইবোনদের কর্মস্থলে না আসতে অনুরোধ করা হয়েছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.