বসুন্ধরার এমডি আনভীরের জামিন শুনানি হচ্ছে না আজ
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে তরুণীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবারের কার্যতালিকায় ১৪ নম্বরে ছিল আনভীরের আগাম জামিনের আবেদনটি। এছাড়া আজকের কার্যতালিকায় মোট ১৫টি আগাম জামিন আবেদন রয়েছে।
কিন্তু বৃহস্পতিবার সকালে কোর্ট রুমের দরজায় টানানো কাগজে লেখা ছিল, 'বর্তমান লকডাউন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানী গ্রহণ করিবেন না বলে অত্র আদালত অভিমত ব্যক্ত করিয়াছেন।'
আদালত কার্যক্রম শুরুর পর একপর্যায়ে বলেন, 'আগাম জামিনের বিষয়গুলো ভুল করে কার্যতালিকায় এসেছে। আমাদের নির্দেশনা ছিল এগুলো ভবিষ্যতে আসবে। তাই আজকের কার্যতালিকার ১৩ থেকে ২৭ নম্বরে থাকা আগাম জামিন আবেদনের শুনানি আজ হবে না।'
গত সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ১২০ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন।
নিহতের বোনের অভিযোগ, মুনিয়ার সাথে সায়েম সোবহান আনভীরের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইফতার পার্টির ছবি শেয়ার করা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
সুরতহাল এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের প্রাথমিক তথ্য অনুযায়ী মুসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
"সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার আগের দিন এবং ঘটনার দিন অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের গতিবিধি দেখা যায়নি," বলেন ডিএমপি'র গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
"আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ের তদন্ত করতে মুনিয়ার ডায়েরি এবং মোবাইল ফোনের কথোপকথন যাচাই-বাছাই করছি আমরা," জানান এই পুলিশ কর্মকর্তা।