বগুড়ায় এক কেজি আলুর দাম ৪০০ টাকা!

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
18 November, 2021, 06:25 pm
Last modified: 18 November, 2021, 09:08 pm
নতুন আলুর দাম এত বেশি হওয়ার কারণে অবাক হয়েছেন বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা কল্যাণ দাস। তিনি বলেন, নবান্নের দিনে নতুন সবজির দাম সাধারণত বেশি হয়। তাই বলে এত বেশি! 

সনাতন ধর্মালম্বীরা নিজস্ব পঞ্জিকা অনুসারে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নবান্ন উৎসব পালন করছেন। দিনটি উপলক্ষে আলুর জন্য বিখ্যাত বগুড়াতেই অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে আলু ।

উৎসব উপলক্ষে শহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজারে ৪০০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করা হয়েছে। নিয়ম রক্ষার জন্য সনাতন ধর্মের অনেক অনুসারী আলু কিনেছেনও। তবে আলুর এই দামে অবাক হয়েছেন বাজার করতে আসা ক্রেতারা। 

শহরের বড় দুই কাঁচাবাজার ফতেহ আলী ও রাজাবাজার। নবান্নের দিনে সনাতন ধর্মাবলম্বীরা শস্যোৎসব পালন করেন। পাশাপাশি বাজার থেকে কেনা বড় মাছ ও কৃষেকর উঠানো নতুন সবজি দিয়ে উৎসবটি পালিত হয়। আর এই উৎসবের অন্যতম একটি জায়গা জুড়ে আছে নতুন আলু। 

শহরের ফতেহ আলী বাজারের আলুর দোকানদার শামসুল হক জানান, বছরে নবান্নের প্রথম দিন শুধুমাত্র এই নতুন আলুর দাম বেড়ে যায়। মূলত আমাদের কৃষকেরা দিনটিকে উৎসব হিসেবে নিয়ে বেশি দামে বিক্রয় করে। তাই আমরাও বেশি দামে বিক্রি করি। 

বছরের এই দিনে আলু বিক্রি কিছুটা উৎসবের মতো বলে জানালেন রাজাবাজারের আলুর দোকানদার বিনয় রাজ। তিনি জানান, 'নতুন আলুর বেশি চাহিদা থাকে না। কিন্তু, প্রয়োজনে অনেকে কিনেন। আমাদেরও ভালো লাভ হয়।' 

ফতেহ আলী বাজারে নতুন আলু কিনতে আসা বিনীতা রায় বলেন, 'আধা কেজি আলু নিয়েছি। সামর্থ্য অনুযায়ী উৎসবে যুক্ত থাকতে পারাটা আসল কথা। এখানে আলুর দাম বেশি, এজন্য কোন খারাপ লাগা কাজ করে না। মূলত এটিও উপভোগ করার মতো।' 

একই বাজারে বৃহস্পতিবার দুই পিস আলু ৭০ টাকায় কিনেছেন শহরের চেলোপাড়া এলাকার সুকুমার ও চন্দন। সুকুমার বলেন, নবান্নের এই দিন সনাতন ধর্মের মানুষের কাছে বিশেষ দিন। এদিনে নতুন খাবারের সাথে আমরা উৎসব উৎদযাপন করি। এখানে অর্থ কোনো বিষয় নয়। 

নতুন আলুর দাম এত বেশি হওয়ার কারণে অবাক হয়েছেন বগুড়ার মালতিনগরের বাসিন্দা কল্যাণ দাস। তিনি বলেন, নবান্নের দিনে নতুন সবজির দাম সাধারণত বেশি হয়। তাই বলে এত বেশি! 

এভাবে অবিশ্বাস্য দামেই বগুড়ায় নতুন আলু বিক্রি হয়েছে। আলুর দাম শুনে বাজারে আসা অনেক ক্রেতা অবাক হয়েছে। সনাতন ধর্মের অনেকে না কিনে ফিরেও গেছেন। 

তবে বাজারে পুরোনো আলুর দামে কোনো প্রভাব পড়েনি। বাজার ঘুরে দেখা গেছে, এ ধরনের আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ পুরোনো আলুই বেশি কিনছে। 

রাজাবাজার আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, 'নাবান্নের এই দিনে নতুন আলুর দাম শুধু একদিনের জন্য বেশি হয়। এই দাম আগামীকাল অর্ধেকের নিচে চলে আসবে।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.