ফাইভ-জি’র জন্য ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেল টেলিটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2021, 08:30 pm
Last modified: 14 September, 2021, 08:31 pm
বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সারা দেশকে ফাইভ-জির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

ফাইভ-জি সেবা চালু করতে শর্তসাপেক্ষে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। 

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.` শহিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমান সরকার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সারা দেশকে ফাইভ-জির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় টেলিটককে ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে ৪০ থেকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।  

পরবর্তীতে, ফেরতযোগ্য মর্মে টেলিটককে ৬০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসির স্পেকট্রাম  বিভাগ ।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ১০০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য আবেদন করেছিল টেলিটক।  কিন্তু পর্যাপ্ত নথি সংযুক্ত করতে ব্যর্থ হওয়ায় কমিশন তাদেরকে ৬০ মেগাহার্টজ বরাদ্দ দিয়েছে। 

এর আগে বাংলাদেশ পুলিশকে ৩৩৭০-৩৪০০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এই তরঙ্গে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন না করায় পুলিশকে বরাদ্দ দেওয়া তরঙ্গ ৩৩১০-৩৩৪০ মেগাহার্টজে স্থানান্তরিত করবে বিটিআরসি। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, ফাইভ-জির জন্য বাংলাদেশকে মোট তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছিল ৪৬০ মেগাহার্টজ। টেলিটককে ৬০ মেগাহার্টজ বরাদ্দ দেওয়ার পর আরও ৪০০ মেগাহার্জ তরঙ্গ রয়ে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ফাইভজির নিলাম আয়োজন করা হবে। 

তিনি আরও বলেন, 'সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের মধ্যেই ফাইভ-জি পরিষেবা চালু করা হবে।'
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.