প্রাণঘাতী কোভিডে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১,২৭২ জন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2021, 04:35 pm
Last modified: 19 May, 2021, 02:43 am
একইসময়, মৃত্যুহার ১.৫৬ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত তথ্যে জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে চলমান কোভিড-১৯ মহামারিতে ঝরে গেছে আরও ৩০ জনের প্রাণ, এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২,২১১।

একইসময়, মৃত্যুহার ১.৫৬ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত তথ্যে জানানো হয়েছে। 

অপরদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১,২৭২ জন, ফলে মোট কেস সংখ্যা দাঁড়াল ৭,৮২,১২৯- এ। 

একইসময় পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার ছিল ৭.৫৫ শতাংশ, আর দেশের ৪৬৬টি ল্যাবে মোট ১৬,৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। 

সাম্প্রতিক মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন নারী, বাকি ১৪ জন পুরুষ; তাদের মধ্যে ২৮ জনই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, বাকি দুই জন বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতদের ১৫ জন ছিলেন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রামের, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ থেকে দুই জন করে এবং রংপুর বিভাগের একজন মারা গেছেন। 

এছাড়াও, ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত ঘোষণা করা হয় ১,১১৫ জনকে, এনিয়ে সেরে ওঠার হার অবস্থান করছে ৯২.৫৯ শতাংশে। 

এদিকে দেশে মহামারিতে মৃতদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৮,৮৮৩৪ জন পুরুষ এবং ৩,৩৭৭ জন নারী ছিলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড সংক্রমণ শনাক্ত হয় আর প্রথম মৃত্যুর ঘটনা জানানো হয় ১৮ মার্চ।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.