পরিবহন ধর্মঘটে পেছাল জাবির ‘এ' ইউনিটের পরীক্ষা

বাংলাদেশ

বাসস
06 November, 2021, 10:15 am
Last modified: 06 November, 2021, 10:22 am
৭ ও ৮ নভেম্বরের পরিবর্তে ‘এ’ ইউনিটের পরীক্ষা যথাক্রমে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন আহমেদ সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহন ধর্মঘটের কারণে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ ও ৮ নভেম্বরের পরিবর্তে যথাক্রমে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে।  
 
 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.