নোয়াখালীতে নৃশংস নারী নির্যাতন: প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2020, 02:00 pm
Last modified: 05 October, 2020, 03:33 pm
নির্যাতনের ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন অনেকেই।

নোয়াখালীতে এক গৃহবধুর ওপর নৃশংস নির্যাতন ও এর ভিডিও ধারণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমর্থকরা।

এ সময় শাহবাগে সড়ক অবরোধ ও মানববন্ধন করে সকল ধর্ষকের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।

এর আগে, ওই নারীকে বিবস্ত্র করে নৃশংস নির্যাতনের ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ওই নারীকে আক্রান্ত অবস্থায় নিজের শরীর ঢাকার আপ্রাণ প্রচেষ্টা করতে দেখা যায়।

ছবি: টিবিএস

ভিডিওতে আরও দেখা যায়, নারীটি কাঁদতে কাঁদতে বারবার মিনতি করলেও চার যুবক তাকে বিবস্ত্র করে নির্যাতন চালান। 

ঘৃণ্য ওই অপরাধ সংঘটনের সময় আক্রমণকারীরা বারবার ওই নারীকে হুমকি দিতে থাকেন।

এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন অনেকেই।

আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই মূল অভিযুক্তের পাশাপাশি আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

ছবি: টিবিএস

মূল অভিযুক্তসহ চারজন গ্রেপ্তার

মূল অভিযুক্ত বাদলসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মূল অভিযুক্ত বাদলকে ঢাকা এবং স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নোয়াখালী সদর সার্কেল পুলিশের অ্যাডিশনাল সুপারিন্টেনডেন্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছবি: টিবিএস

নোয়াখালীর সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ওই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত  অন্যদের গ্রেপ্তারের জন্য তাদের পাঁচটি আলাদা টিম অপারেশন চালাচ্ছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.