নীরবতা ভেঙে খোকন বললেন ‘আলহামদুলিল্লাহ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2019, 05:55 pm
Last modified: 30 December, 2019, 06:12 pm
সাঈদ খোকন বলেন, “আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বর্তমান মেয়র সাঈদ খোকন বলেছেন, তার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত তিনি খুশি মনে মেনে নিয়েছেন। 

রোববার বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নৌকার টিকিট দেয় আওয়ামী লীগ। এরপর থেকে গণমাধ্যমের সামনে আরও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানাননি বর্তমান মেয়র সাঈদ খোকন।

একদিন পর সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

তার নিজের কোনো ভুল আছে কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, “আমি সে ব্যাপারটি বিন্দুমাত্র লক্ষ্য করছি না। আমার জন্য যেটা ভালো মনে করেছেন, তিনি সেটিই করেছেন। আমি খুশি, আলহামদুলিল্লাহ।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, “আমি বলেছিলাম রাজনীতিতে আমি আমার বাবার হাত ধরে এসেছি। রাজনীতিতে আমার বাবাকে আমি হারিয়েছে। আমার বাবার অনুপস্থিতিতে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমি আবারও বলছি, আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি খুশি মনে, হাসি মনে মেনে নিয়েছি। তিনি যেটা আমার জন্য ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন তিনি সেটা করেছেন।”  

পরবর্তী মেয়রকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণের ভোটে নবনির্বাচিত যে মেয়র আসবেন, ইনশাল্লাহ বাকি কাজগুলো তিনি সমাপ্ত করবেন। একজনের পক্ষে তো সমস্ত কিছু হয় না, কিছু প্রক্রিয়াধীন থাকে। আমি শুরু করে দিয়ে গেলাম, কিছুটা কাজ আমি করে দিয়ে গেলাম, বাকি কাজ যিনি আসবেন তিনিই করবেন। এটাই প্রক্রিয়া, এভাবেই আমাদের শহর এগিয়ে যাবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে।”

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.