নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’

বাংলাদেশ

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক 
26 September, 2021, 12:40 pm
Last modified: 26 September, 2021, 12:45 pm
চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল,  ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। 

নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্নজীবনী' অবলম্বনে নির্মিত 'চিরঞ্জীব মুজিব' পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের একটি গির্জায় এ প্রদর্শনী হয়।

নিউইয়র্কে অবস্থিত প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে এ প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, "দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয় যত্নসহকারে আমরা সিনেমাটি তৈরি করেছি। আমার বিশ্বাস ২ ঘন্টা ১৬ মিনিটের এ সিনেমাতে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি"।

পরিচালক বলেন, "আগামী অক্টোবর মাসে আমাদের পরিকল্পনা আছে সারা দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি"।   

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, "প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এজন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটা যেন আমরা ঘরোয়াভাবে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য-সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন। অনেককে আমরা দেখেছি সিনেমা দেখে আপ্লুত হতে"। 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই সিনেমাটি 'হায়দার এন্টারপ্রাইজ' এর ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল,  ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। 

এ সিনেমায় আরো অভিনয় করেন খায়রুল আলম সবুজ, এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.