নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলার মাসদাইরে অবস্থিত পুলিশ লাইনে করোনা বিজয়ী ১০১ জন পুলিশ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় করোনা বিজয়ী পুলিশ সদস্যদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুাপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জে কর্মরত ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। বাকি ৪৮ জন সদস্য এখনো করোনার সঙ্গে যুদ্ধ করছেন। তাদের সবাই পুলিশের নির্মিত আইসোলেশন সেন্টারে অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জে এত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে।
এদিকে নারায়ণগঞ্জ বিজয়ী পুলিশ সদস্যরা জানান, রাস্তায় জনসমাগম প্রতিরোধ ও করোনার ভয়বাহ পরিস্থিতিতে রাস্তায় কাজ করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। কিন্ত আক্রান্ত হওয়ার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয় তদারকি করেন। যে কারণে অসুস্থ থাকার সময় তাদের মনোবল চাঙ্গা ছিলো।
জেলা পুলিশ লাইন্সের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুচনা আক্তার বলেন, "গত ১ মে শরীরে করোনার উপসর্গ দেখা দিলে আমরা স্বামী-স্ত্রী দুইজন করোনা পরীক্ষা করি। ৫ মে দুইজনের টেস্ট পজেটিভ আসে। আমাদের একটি ছোট বাচ্চা রয়েছে। ফলে খুব ভেঙ্গে পড়েছিলাম। ওই সময় জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের খোঁজ খবর নিয়েছেন। ঘরের বাজার সদাই থেকে শুরু করে বাচ্চার দুধও জেলা পুলিশের পক্ষ থেকে কিনে বাড়িতে পাঠানো হয়েছে।"
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো দুই জনের মৃত্যু ও নতুন করে ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জন এবং আক্রান্ত দুই হাজার ৯২৩ জনে। এ ছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৮০৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সোমবার সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন।