নাছির বাদ, চসিক নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে বাদ দিয়ে নৌকার প্রার্থী করা হয়েছে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে।
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
রেজাউল করিম চৌধুরী ইতোপূর্বে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত। ছাত্রাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।
রোববার চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়েছিলেন বর্তমান নাছিরসহ ১৯ নেতা।
মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়বেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
এ ছাড়া বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, যশোর-৬ আসনে শাহীন চাকলাদার ও বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী শাহদরা মান্নানকে মনোনয়ন দিয়েছে বোর্ড।