নবজাতকের মায়ের শরীরে করোনা ভাইরাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2020, 11:55 am
Last modified: 30 April, 2020, 12:02 pm
সন্তান জন্মের তিন দিনের মাথায় চট্টগ্রামে করোনা সংক্রমণ পাওয়া গেছে এক মায়ের। গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় পজেটিভ হয়।

চট্টগ্রামে সন্তান জন্মের তিন দিনের মাথায় করোনা সংক্রমণ পাওয়া গেছে এক মায়ের। গত ২৮ এপ্রিল তার নমুনা পরীক্ষায় পজেটিভ হয়। ৩০ বছর বয়সী ওই নারী একজন গৃহিণী। তার স্বামী নৌ বাহিনীর সদস্য। পরিবার নিয়ে দক্ষিণ হালিশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। বাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম ইপিজেডের নৌবাহিনী (নেভি) হাসপাতালে ভর্তি হওয়া নারীর কোলজুড়ে আসে ফুটফুটে এক শিশু। এর তিনদিন পর তার নমুনা পরীক্ষা করা হলে মায়ের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। এই ঘটনায় দক্ষিণ হালিশহরের সেই বাড়িটি রাতেই পুলিশ লকডাউন করেছে বলে নিশ্চিত করেন ইপিজেড থানার ওসি মীর মো. নূরুল হুদা।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। পাশাপাশি নেভি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা হচ্ছে।

মঙ্গলবার ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে মোট ১০০টি নমুনা পরীক্ষা করে নতুন চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাদের তিনজন চট্টগ্রাম নগরের। এই নারী ছাড়া অপর একজন দামপাড়া পুলিশ লাইন্সের ৫০ বছর বয়স্ক ট্রাফিক বিভাগে কর্মরত এক সদস্য। আরেকজন বায়েজিদের বাংলাবাজার পূর্বাচলের ৫০ বছর বয়সী এক নারী, তিনি গৃহিণী।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.