ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার মাত্র ২.৫৬%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৭ শতাংশেরও অধিক শিক্ষার্থী, পাসের হার ২.৫৬ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
চ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৫ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী আবেদন করেছিল, তবে অংশগ্রহণ করে ১০ হাজার ৬৫ জন।
এর মধ্যে ২৫৮ জন শিক্ষার্থী সমন্বিতভাবে (সাধারণ জ্ঞান এবং অঙ্কন) উত্তীর্ণ হয়েছে।
চ-ইউনিটে মোট আসন রয়েছে ১৩৫টি।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৬ নভেম্বর থেকে ২২নভেম্বরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
এই ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান পর্ব গত ০৯ অক্টোবর এবং অঙ্কন পর্ব গত ২৬ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয়।