ঝড়ের তোড়ে রশি ছিঁড়ে কন্টেইনারবাহী জাহাজ মাঝনদীতে
ঝড়ের তোড়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে খালাসের জন্য নোঙ্গর করা একটি জাহাজের রশি ছিঁড়ে মাঝ নদীতে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ' মিয়ারস্ক শিহানোকভাইল' কন্টেইনার খালাসের জন্য ৫ মে ১৩ নম্বর জেটিতে বর্থিং নেয়। বুধবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে জাহাজটি রশি ছিড়ে ১৩ নম্বর জেটি থেকে ৬ নম্বর জেটির দিকে কর্ণফুলীর নদীর মাঝামাঝি চলে যায়।
বন্দরের জেটিতে কর্মরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল ৯ টায় এই ঘটনা ঘটার ২ ঘণ্টা পর সকাল ১১ টার দিকে বন্দরের টাগবোট 'কান্ডারী- ৭' জাহাজটিকে পূনরায় জেটিতে নিয়ে আসে। তবে এতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল বলেন, চট্টগ্রামে দুপুর ১২টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলে ৪২ নটিক্যাল মাইল।