জ্বালানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 November, 2021, 06:05 pm
Last modified: 06 November, 2021, 06:07 pm
তিনি বলেন, ‘আমরা যে জায়গায় চিন্তা করছি; এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না।’

দফায় দফায় জ্বলানি তেলের দাম বৃদ্ধি এখানেই শেষ নয়, সম্প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রসঙ্গে পৃথিবীর সবকিছু সরকারের সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই, সরবরাহ এবং চাহিদার ওপর নির্ভরশীল- এমন মন্তব্য করেছেন তিনি। 

তিনি বলেন, 'আমরা যে জায়গায় চিন্তা করছি; এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না।'

আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সুনামগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

'যারা মূল মহাজন, তারা যখন দাম বাড়ায়, তখন আমাদের কিছু করার থাকে না', বলেন তিনি।

এ অনুষ্ঠানে জ্বালানির দামবৃদ্ধি ও পরিবহন ধর্মঘট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, 'বিষয়টি চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। পরিবহন ধর্মঘট যারা করছেন, তাদের সেই অধিকার রয়েছে। তবে এটা সমাধানের পথ নয়। এজন্য ঠান্ডা মাথায় বসে আলোচনা করে একটা পথ বের করতে হবে।'

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ,পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর প্রমুখ।

এর আগে মন্ত্রী ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.