চীন থেকে কিট, পিপিই ও চিকিৎসামগ্রী নিয়ে ফিরল বিমান বাহিনীর বিমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2020, 05:55 pm
Last modified: 19 April, 2020, 06:06 pm
সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগের 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে এগুলো দেশে আনা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রোববার চীন থেকে ঢাকা ফিরেছে।

সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগের 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে এগুলো দেশে আনা হয়েছে।

এরমধ্যে রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণে প্রয়োজনীয় কীট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, সাড়ে ৭ হাজার এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিই-সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

এছাড়াও একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে দেওয়ার জন্য চীন থেকে সংগৃহীত আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী- পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি দেশে আনা হয়।

এর আগে, চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য গত শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.