চট্টগ্রামে ডাক্তার সেজে প্রতারণায় দন্ড
নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতেন। নামের পাশে লিখতেন এমবিবিএস। সজীব দাশ (২৯) নামে এই ব্যক্তি চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় সজীব মেডিকেল হলে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছিলেন। রোগী দেখার বিপরীতে ভিজিট নিতেন ২০০ টাকা।
তবে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শনাক্ত হলো এমবিবিএস পাস করা তো দূরের কথা, প্রকৃতপক্ষে তিনি এসএসসি পাস একজন ব্যক্তি। ডাক্তার সেজে এমন প্রতারণার জন্য ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান ও কামরুল হাসান, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম।
তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সজীব দাশ আগে এক চিকিৎসকের কমপাউন্ডার ছিলেন। এরপর নিজে একটি ফার্মেসি খুলে ব্যবসা শুরু করেন। কিছুদিন পর নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী দেখতেন। এজন্য প্রতারণার দায়ে তাকে সাত দিনের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে ওই এলাকার চন্দ্রিকা মেডিকেল হল থেকে বিমল দাস নামের আরেক ভুয়া ডাক্তার পালিয়ে গেছে। পরে ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসার অপরাধে কালীবাড়ি এলাকার মেডিকেল প্লাস নামে একটি ফার্মেসিকে তিন হাজার এবং স্বাগত ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।