খুলনায় ৩৪ শতাংশ নারী-শিশু করোনায় আক্রান্ত

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
06 July, 2020, 03:45 pm
Last modified: 06 July, 2020, 03:47 pm
মহানগর ও জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৩৫ জনে। এর মধ্যে ৮০৯ জন নারী ও শিশু।

খুলনা মহানগর ও জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৩৫ জনে। এর মধ্যে ৮০৯ জন নারী ও শিশু। জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে। 

'খুলনা জেলার কোভিড-১৯' শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খুলনায় নারী ও শিশুর করোনা আক্রান্তের হার মোট আক্রান্তের শতকরা ৩৪ শতাংশ। যার মধ্যে নারী ২৯ শতাংশ এবং শিশু ৫ শতাংশ। এছাড়া পুরুষ আক্রান্ত হয়েছে ৬৬ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মোট আক্রান্তের মধ্যে নারী ৬৮৪ জন, শিশু ১২৫ জন এবং পুরুষের সংখ্যা এক হাজার ৬২৬জন। এর মধ্যে মারা গেছেন নারীসহ ৩০ জন। এ ছাড়া নারী-শিশুসহ সুস্থ হয়েছেন ৪৪৮জন। 

প্রতিবেদনে সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা উল্লেখ করেন, মোট আক্রান্তের মধ্যে খুলনা মহানগরীতেই সর্বোচ্চ এক হাজার ৯৩৮ জন। আর জেলায় ৪৯৭ জন। 

এর মধ্যে ফুলতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সর্বোচ্চ ১১৯ জন। দ্বিতীয় অবস্থানে থাকা রূপসা উপজেলায় ১০৩ জন। এছাড়া দাকোপে ৫১ জন, বটিয়াঘাটায় ২৮ জন, তেরখাদায় ৩২ জন, দিঘলিয়ায় ৬৭ জন, ডুমুরিয়ায় ৪৭ জন, পাইকগাছায় ৩৪ জন এবং কয়রা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬জন। 

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনা জেলায় ১২৫ জন শিশু করোনায় আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। কাউকে করোনা হাসপাতালেও ভর্তির প্রয়োজন হয়নি। কারোনা পজিটিভ হলেও তাদের কারোর অবস্থা সিরিয়াস নয়। ফলে বাসায় রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া একমাত্র নারীর মৃত্যু হয়েছে। 

শিশুদের সুরক্ষার জন্য করোনা উপসর্গ আছে- পরিবারের এমন কাউকে শিশুর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন। তবে, মায়ের বুকের দুধে কারোনার সংক্রমণ হয় না বলেও জানান তিনি।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.