ক্যাটল স্পেশাল ট্রেনে ৮০০ গরু এলো ঢাকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2021, 01:20 pm
Last modified: 18 July, 2021, 03:42 pm
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য এই 'ক্যাটল স্পেশাল ট্রেন' সার্ভিস চালু করেছে।

ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু রোববার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন আজ ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য এই 'ক্যাটল স্পেশাল ট্রেন' সার্ভিস চালু করেছে।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে  ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ সকাল ১১:৩০টার মধ্যে পৌঁছায়। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.