২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৭, শনাক্ত ২,৯৪৯ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2020, 02:35 pm
Last modified: 10 July, 2020, 02:58 pm
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনসহ মোট দুই হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন দুই হাজার ৯৪৯ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ২৭৫ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১২৫তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭টি ল্যাবে ১৩ হাজার ৪৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২ হাজার ৭৮৫টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১,৮৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৮৬ হাজার ৪০৬ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৩ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৮ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।
  • মারা গেছেন: ২ হাজার ২৭৫ জন।
  • মোট সুস্থ: ৮৬ হাজার ৪০৬ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৯ লাখ ১৮ হাজার ২৭২টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ২৪ লাখ ৮ হাজার ৩৭১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭২ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ৫৭ হাজার ৮০১ জনের। বাকী ৪৬ লাখ ১২ হাজার ৯২৪ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩২ লাখ ২০ হাজার ৫০০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৪ কোটি ১ লাখ ৬৩ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৭ লাখ ৫৯ হাজার ১০৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ৭৫৫। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩৫ হাজার ৮২২ জন।
  • ব্রাজিল: ৬৯ হাজার ২৫৪ জন।
  • যুক্তরাজ্য: ৪৪ হাজার ৬০২ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৯২৬ জন।
  • মেক্সিকো: ৩৩ হাজার ৫২৬ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৯৭৯ জন।
  • স্পেন: ২৮ হাজার ৪০১ জন।
  • ভারত: ২১ হাজার ৬৩২ জন।
  • ইরান: ১২ হাজার ৩০৫ জন।
  • পেরু: ১১ হাজার ৩১৪ জন।    
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.