করোনায় মারা গেলেন সাবেক আইন সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2020, 10:45 am
Last modified: 06 August, 2020, 10:45 am
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল মারা গেছেন। 

বুধবার (৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে আইন সচিবের দায়িত্বে ছিলেন দুলাল। চাকরির মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ৭ অগাস্ট তার অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিতে একই পদে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের ৭ অগাস্ট তার চুক্তির মেয়াদ শেষ হয়।

১৯৫৮ সালের ৮ অগাস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্ম নেওয়া দুলাল স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

এর আগে গত ২১ জুলাই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.