করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2021, 04:25 pm
Last modified: 21 October, 2021, 04:43 pm
গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে ১০ জন মারা গেছেন। এ সময়ে ২৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আরও জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৬,০৮৮টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১.৫১%।

বুধবার করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছিলে; ভাইরাসটি শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের শরীরে।

সর্বশেষ তথ্য অনুসারে, দেশে এ পর্যন্ত কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ২৭,৮০১ এবং শনাক্তের সংখ্যা ১৫,৬৬,৯০৭-এ দাঁড়িয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন সেরে উঠেছেন ভাইরাসটি থেকে। সুস্থ হয়ে ওঠার হার ৯৭.৬৫%।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ; এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই বছরের ১৮ মার্চ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.