কম ভোটের নির্বাচনে আতিক-তাপস জয়ী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2020, 11:00 am
Last modified: 02 February, 2020, 11:09 am
শনিবার দিবাগত রাতে প্রকাশিত ফলে ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার দিবাগত রাতে প্রকাশিত ফলে তাদের জয়ী ঘোষণা করা হয় বলে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে। 

ডিএনসিসিতে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পান দুই লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

ডিএনসিসির রিটার্নিং অফিসার আবুল কাশেম শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, উত্তরে ২৫.৩০ শতাংশ ভোট পড়েছে।

ডিএসসিসিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস চার লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন। 

তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ডিএসসিসির রিটার্নিং অফিসার আবদুল বাতেল শনিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে এ ফলাফল ঘোষণা করে জানান, দক্ষিণে ২৯.০০২ শতাংশ ভোট পড়েছে।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।

এ মেশিন ব্যবহার করে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন অনেক ভোটার। 

ইভিএম ব্যবহার করে ক্ষমতাসীন দলের কর্মীরা নিজেদের পক্ষে ভোট দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

তবে তাদের হরতালেও সকাল থেকে ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক দেখা গেছে।  
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.