ওমিক্রন নিয়ে চিন্তার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ ভারতসহ তিন ডজন দেশে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক দেশবাসীকে করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সাভারে চিকিৎসক ও কর্মকর্তাদের জন্য একটি নবনির্মিত প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনকালে মন্ত্রী বলেন, 'ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।'
তিনি আরও বলেন, 'যারা এখন বিদেশে আছেন, তাদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো। যারা বিদেশ থেকে আসবেন, তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন, সেখানেই নিরাপদে থাকুন।'
ধারণা করা হচ্ছে, করোনার নতুন ধরন ওমিক্রন অত্যন্ত সংক্রামক এবং ঘন ঘন মিউটেশন করতে পারে। এই ধরনের বিস্তারের কারণে অনেক দেশ ভ্রমণ ও চলাচলের ওপর আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করছে।
এদিকে সরকার আফ্রিকার সাতটি দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে।
তবে এ বছরের ৩০ নভেম্বর জাহিদ মালেক জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরে আসা প্রায় ২৪০ জনের খোঁজ পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। পরে দেশজুড়ে মহামারি ছড়িয়ে পড়ে। দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৭ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনায় সংক্রমিত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন।